মানহানি মামলায় জিতেছেন ২০২২ সালের ভিক্টোরিয়ান নির্বাচনে লেবার পার্টির সমর্থন হারানো নুরুল খান

Release Date:

২০২২ সালের ভিক্টোরিয়ান স্টেট নির্বাচনে আপার হাউজ বা লেজিসলেটিভ কাউন্সিলে ওয়েস্টার্ন মেট্রোপলিটান আসনে লেবার পার্টি থেকে প্রার্থী হয়েছিলেন বাংলাদেশী অস্ট্রেলিয়ান নুরুল খান। কিন্তু, একটি বেনামি চিঠির কারণে লেবার পার্টি তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়, বলেন তিনি। পরবর্তীতে তিনি সেই বেনামি ইমেইলের কথিত প্রেরকের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ফেডারাল কোর্টে মামলা করেন। গত ১৯ এপ্রিল, ২০২৪ আদালত তার পক্ষে রায় দেয়।

মানহানি মামলায় জিতেছেন ২০২২ সালের ভিক্টোরিয়ান নির্বাচনে লেবার পার্টির সমর্থন হারানো নুরুল খান

Title
মানহানি মামলায় জিতেছেন ২০২২ সালের ভিক্টোরিয়ান নির্বাচনে লেবার পার্টির সমর্থন হারানো নুরুল খান
Copyright
Release Date

flashback